• বিলুপ্তপ্রায় পাখিদের সঙ্গে পরিচয় করাবে মণ্ডপ, রয়েছে কৈলাস থেকে কেদারনাথ
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • স্বপন দাস, কাকদ্বীপ:

    কালীপুজোয় থিমের লড়াইয়ে কাকদ্বীপের প্রতিটি পুজো মণ্ডপ এবার একে অপরকে টেক্কা দিচ্ছে।  প্রায় প্রতিটি মণ্ডপেই প্রতিফলিত হয়েছে অভিনব ভাবনা। কাকদ্বীপ সমাজকল্যাণ সংঘের এবছরের পুজোর থিম ‘ইচ্ছে ডানা’। মূলত বিলুপ্তপ্রায় পাখিগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে এই মণ্ডপে। বিভিন্ন ধরনের পাখির বাসার আদলে তৈরি সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ ও সংলগ্ন প্রাঙ্গণ। প্রকাণ্ড এক বাবুই পাখির বাসার মধ্যে রয়েছে মায়ের মূর্তি। এছাড়াও মণ্ডপের ভিতরে আলো ও শব্দের মাধ্যমে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করা হবে। পূজা কমিটির সম্পাদক কমল দাস বলেন, ‘এবছর আমাদের সংঘের পুজো ৩৬ বছরে পদার্পণ করেছে। পুজোর পাশাপাশি এ বছর বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হবে।’ 

    শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের দাসের চক এলাকার পথের সাথী ক্লাবের এবছরের থিম প্রাচীনতম মন্দির। মণ্ডপের সামনে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হয়েছে। পুজোর সম্পাদক প্রদ্যুৎ সাহা বলেন, ‘এবছর আমাদের পুজো ২৫তম বর্ষে পদার্পণ করেছে। দর্শকদের মন জয় করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’ কাকদ্বীপ নয়াপাড়ার বয়েজ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন কৈলাসের আদলে মণ্ডপ তৈরি করেছে। এখানে কৈলাসে মহাদেবের ডুগডুগির ন্যায় একটি গুহা তৈরি করা হয়েছে। ভিতরে রাখা হয়েছে কালী প্রতিমা। পুজো কমিটির সম্পাদক ধনঞ্জয় মণ্ডল বলেন, ‘এবছরের পুজোর থিম কৈলাসে ডুগডুগি। ৩০তম বর্ষে পড়ছে আমাদের পুজো। বাঁশ, বাতা, তুলো, চট, লোহার অ্যাঙ্গল দিয়ে মণ্ডপটি তৈরি করা হচ্ছে। থাকবে চোখ ধাঁধানো আলোকসজ্জাও।’ 

    কাকদ্বীপের মাইতির চক হৃদয় মার্কেট এলাকার উদয়ন সংঘের এবারের পূজোর থিম কেদারনাথ মন্দির। এখানে মণ্ডপে কেদারনাথ মন্দিরের পাশাপাশি পার্বত্য আবহকেও ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর সম্পাদক প্রশান্ত দাস বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমাদের ক্লাবেরই এক সদস্য বিধান দাস মণ্ডপ তৈরি করেছেন। মণ্ডপসজ্জার সঙ্গে সাযুজ্য রেখেই কালীপ্রতিমা গড়া হয়েছে। এ বছর আমাদের পুজোর ১৮তম বর্ষ।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)