সংবাদদাতা, কাকদ্বীপ: পাচারের আগেই এক কিশোরকে উদ্ধার করল সাগর থানার পুলিশ। শনিবার ওই কিশোরকে কাকদ্বীপ স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, কয়েক মাস আগে মোবাইলের মাধ্যমে সাগরের হেঁডলকেটকির বাসিন্দা বাবুল দাসের সঙ্গে নদীয়ার এক যুবকের পরিচয় হয়। নদীয়ার ওই যুবক নিজেকে গোপাল নামে পরিচয় দেন। মোবাইলের সেই পরিচয়ের সূত্র ধরে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সাগরে বাবলুর বাড়িতে আসেন। দুই রাত সেখানেই ছিলেন তিনি। এরপর শনিবার সকালে নদীয়ার ওই যুবক বাবলুর ১১ বছরের পুত্রসন্তানকে সঙ্গে নিয়ে বাজার করার নাম করে বেরিয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মোবাইলের সুইচ বন্ধ করে দেন। এদিকে গোপালবাবুর পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এমনকী তিনি বাড়িতেও ফেরেননি। শেষ পর্যন্ত বাবলুবাবু সাগর থানায় গিয়ে বিষয়টি জানান। তৎক্ষণাৎ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, ওই যুবক কিশোরকে সঙ্গে নিয়ে কচুবেড়িয়ায় গিয়েছেন। এরপরই তিনি ভেসেল করে নদী পেরিয়ে লট নম্বর আটে যান। বিষয়টি হারউড পয়েন্ট কোস্টাল ও কাকদ্বীপ থানায় জানানো হয়। যৌথভাবে সব থানার পুলিশ তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত কাকদ্বীপ স্টেশনের কাছ থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়। তবে বেগতিক বুঝে নদীয়ার যুবক পালিয়ে যান। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ জেনেছে, নতুন মোবাইল ও টাকা দেওয়ার নাম করে ওই যুবক কিশোরকে ভুলিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, কিশোরকে পাচার করে দেওয়ার মতলব ছিল ওই যুবকের। নিজস্ব চিত্র