• বারাসতে তৃণমূল সভাপতির নাম ঘোষণা হতেই তীব্র বিক্ষোভ দলে
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম। তাঁর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শাসনের আমিনপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে চলে দফায় দফায় বিক্ষোভ। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

    রবিবার বসিরহাট সাংগঠনিক জেলার হাড়োয়া বিধানসভার দু’টি ব্লকের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মনিরুল ইসলামের। এই নাম প্রকাশ্যে আসতেই শাসনের আমিনপুর বাজারে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, মনিরুল পঞ্চায়েতের প্রধানের পদে রয়েছেন। তাছাড়া কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই ভালো নয়। গোটা ব্লককে তিনি চেনেনই না। তাসত্ত্বেও অদৃশ্য কারণে তাঁকে ব্লকের সভাপতি করে দেওয়া হল। দ্রুত তাঁকে ব্লক সভাপতির পদ থেকে সরাতে হবে। নাহলে আগামী দিনে ব্যাপক আন্দোলন হবে বলে, হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এরমধ্যে বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করতে আসেন হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম। তিনি আসার পর বিক্ষোভের ঝাঁঝ বাড়ে। বিধায়ককে ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন। বলেন, নতুন ব্লক সভাপতিকে মানছি না, মানব না। বৈঠক থেকে বেরিয়ে বিধায়ক রবিউল ইসলাম বলেন, নতুন ব্লক সভাপতির নাম দলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে। বিধায়ক হিসেবে আমি নাম ঘোষণা করেনি। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানাব।
  • Link to this news (বর্তমান)