• হাইটবারের উচ্চতা বাড়তেই রামকৃষ্ণ সেতু দিয়ে চালু বাস
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হাইট বারের উচ্চতা বাড়াতেই বাস চলাচল শুরু রামকৃষ্ণ সেতুতে। রবিবার সকাল থেকেই সেতুর উপর দিয়ে বিভিন্ন রুটের বাস যাতায়াত করেছে। স্বস্তি মিলেছে আরামবাগ সহ ভিন জেলার যাত্রীদের। শনিবার রাতে হাইট বারের উচ্চতা বাড়ায় পূর্তদপ্তর। সেখানে বাস মালিক সংগঠনের কর্তারাও হাজির ছিলেন। 

    পূর্তদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেন, রামকৃষ্ণ সেতুতে হাইট বারের উচ্চতা ৩.২ মিটার ছিল। রাজ্যের নির্দেশে তা বাড়িয়ে ৩.৫ মিটার করা হয়েছে। রামকৃষ্ণ সেতুর ভার কমাতে গার্ড ওয়াল ভেঙে লোহার রেলিং বসানোর কাজ চলছে। আগামী এক মাসের মধ্যে তা শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। 

    হুগলি ইন্টার রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, হাইট বারের উচ্চতা বাড়িয়ে দেওয়ায় এদিন থেকেই বাসগুলি আগের মতোই চলাচল করছে। তার ফলে অনেকটাই সুবিধা হয়েছে আমাদের। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তবে কিছু বাসের ছাদ হাইট বারে লেগে যাচ্ছে। 

    বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বলেন, হাইট বারের উচ্চতা বাড়ার ফলে আমাদের সংগঠনের সব রুটের বাসই স্বাভাবিক চলাচল করছে। আমরা চাই দ্রুত সেতুর কাজ শেষ করে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হোক। 

    গোঘাটের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল বলেন, বিভিন্ন প্রয়োজনে আমাদের প্রায়ই আরামবাগ যেতে হয়। সেতুতে বাস বন্ধ থাকায় অতিরিক্ত অর্থ ও সময় নষ্ট হয়েছে। ভোগান্তির মধ্যেও পড়তে হয়েছে। এদিন থেকে সেতুতে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় অনেকটাই সুবিধা হল। এবার এক বাসেই আরামবাগ শহরে পৌঁছনো যাবে। 

    উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে রামকৃষ্ণ সেতুর গার্ড ওয়ালের একাংশ ভেঙে যায়। তারপর থেকেই সেখানে বাস সহ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। ফলে আরামবাগ কালীপুরে তৈরি হয় অস্থায়ী বাস স্ট্যান্ড। সেখান থেকে আরামবাগ হয়ে কাটা সার্ভিসে টোটোয় চেপে যাতায়াত করতে হচ্ছিল যাত্রীদের। তার জেরে ব্যবসায় ক্ষতি হচ্ছিল বলে দাবি মালিক সংগঠনের। গত বুধ ও বৃহস্পতিবার যার প্রতিবাদে বাস ধর্মঘটও হয়। অবশেষে রাজ্যের আশ্বাসে হাইট বারের উচ্চতা বাড়িয়ে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় হকারদেরও সুবিধা হয়েছে।  

    জানা গিয়েছে, সেতুতে একমুখী যান চলাচল করছে। একটি মাত্র বাস সেতু দিয়ে পারাপার করাচ্ছে পুলিশ। অন্য ১০ টনের বেশি ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)