• কালীপুজোতেও ঠাকুর দেখার ভিড়, দীপাবলির রাতে কেমন থাকবে আবহাওয়া?
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোতে ভেসেছে শহর কলকাতা। পুজোর শপিং থেকে শুরু করে, প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে নাকাল হতে হয়েছে দর্শনার্থীদের। এবার কালীপুজোয় আবার বারাসত-মধ্যমগ্রামমুখী জনতা। কিন্তু অনেকেই আশঙ্কিত। ফের বৃষ্টি বাধ সাধবে না তো? আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সাফ জানাচ্ছে, আপাতত রাজ্যে বেশি বৃষ্টি বিশেষ হবে না। রাজ্যে আগামী শনিবার পর্যন্ত সাধারণভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে। কালীপুজো ও ভাইফোঁটার উৎসবের মরশুম চলার আবহাওয়া কোনওরকম প্রতিকূলতা তৈরি করবে না। বরং বঙ্গোপসাগর থেকে আসা পুবালি বাতাস কয়েকদিন ধরে কিছুটা সক্রিয় হওয়ার জন্য ভ্যাপসা গরম পরিবেশ সাময়িকভাবে খানিকটা ফিরে এসেছে।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সোমবার শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি, যা প্রায় স্বাভাবিক এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। 
  • Link to this news (বর্তমান)