• নিজের লেখা গান পোস্ট করে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজের লেখা গান সমাজমাধ্যমে পোস্ট করে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী, আলো নিয়ে এসো মা। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে


    শান্তি নিয়ে এসো মা। – সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।’

    এদিন দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘সকল দেশবাসীকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই। আলোর এই পবিত্র উৎসব সকলের জীবনকে সুখ, সমৃদ্ধি এবং সম্প্রীতি দিয়ে আলোকিত করুক।’

    নিজের বার্তায় দেশবাসীকে স্বদেশী জিনিস কেনার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, ‘আসুন, উৎসবের মরশুমে ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি। আপনি যা কিনেছেন তা সমাজমাধ্যমে শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।’

    সমাজমাধ্যমে দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘দীপাবলির শুভ দিনে, আমি ভারত এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।…দেশের বিভিন্ন স্থানে অত্যন্ত আনন্দের সাথে উদযাপিত এই উৎসব ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। এই দিনে মানুষ তাদের ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পুজো করে এবং সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে।…দীপাবলিতে যেমন একটি প্রদীপ অনেক প্রদীপ জ্বালায়, তেমনি আমরাও যেন সমাজের দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে পারি এবং তাদের জীবনে সুখ আনতে পারি। আমি আশা করি, পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে সকলেই নিরাপদে এই উৎসব উদযাপন করবেন। এই উৎসব সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)