‘মহাগটবন্ধন’ এড়িয়ে ‘একলা চলো’ নীতি আপের! চতুর্থ তালিকায় ১২ প্রার্থী কেজরির
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটের ঢাকে কাঠি পড়তেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে কেজরিওয়ালের আম আদমি পার্টি। প্রথম দফায় ১১ আসনের নাম প্রকাশ করা হয়। এবার চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার। এই দফায় আরও ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৩২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ।
চতুর্থ তালিকায় যে নাম প্রকাশ করা হয়েছে তার মধ্যে মধুবন আসনে লড়বেন কুমার কুণাল। সুপল থেকে লড়ছেন ব্রিজ ভূষণ (নবীন) এবং গয়া শহর আসন থেকে অনিল কুমার। এর আগে ১৮ অক্টবর তৃতীয় তালিকা প্রকাশ করে আপ। সেখানে ৫০ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
মহাগটবন্ধনে আসন রফা চূড়ান্ত হয়নি এখনও। এর মাঝেই একেরপর এক প্রার্থী ঘোষণা শুরু করেছে বিভিন্ন দল। নিজেদের মত প্রার্থী দেওয়া শুরু করেছে কংগ্রেস এবং জেএমএম। আসনরফা চূড়ান্ত না-হওয়ায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে জেএমএম।
আপ জানিয়েছে, এবারের নির্বাচনে বিহারে ২৪৩টি আসনেই প্রার্থী দেবে তারা। জোটের ছত্রছায়া থেকে বেরিয়ে বিহারে কেজরি মডেলকে হাতিয়ার করেই নির্বাচন লড়া হবে বলে ঘোষণা করেছে আপ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে দু’দফায় নির্বাচনের তারিখ ঘোষণার ঘণ্টাখানেক পরই সাংবাদিক বৈঠক করেন আপের বিহার ইনচার্জ অজেশ যাদব ও রাজ্য সভাপতি রাকেশ যাদব। সেখানেই জানানো হয়, আপ এবার বিহার নির্বাচনে ২৪৩টি আসনে নিজেদের প্রার্থী দেবে। অভিবাসন, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো সমস্যাগুলির বিরুদ্ধে লড়াইই হবে আপের নির্বাচনী মন্ত্র।