• ‘ময়নাতে আমিই দাঁড়াব’, দলের সিদ্ধান্তের আগে নিজেকে প্রার্থী ঘোষণা বিজেপি বিধায়ক দিন্দার
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সময় যত গড়াচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক-বিরোধী উভয়েই নিজের মতো করে ঘুঁটি সাজাতে ব্যস্ত। এই আবহে নিজেই নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করলেন তারকা বিজেপি বিধায়ক অশোক দিন্দা। আর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলেছেন, বঙ্গ বিজেপিতে সাংগঠনিক বাঁধন বলতে কিছুই নেই, তা নাকি দিন্দার এই মন্তব্যে আরও সুস্পষ্ট হল।

    রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনী ছিল। ওই মঞ্চে দাঁড়িয়ে অশোক দিন্দা বলেন, “ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে, তা বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, ২০২৬ সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে। ৯৯.৯ শতাংশ আমিই দাঁড়াব। আপনারা আমার সঙ্গে থাকুন। গত সাড়ে চার বছর ধরে ময়না বিধানসভাতেই পড়ে আছি। সবসময় মানুষের কথা ভাবি।” এসআইআর প্রসঙ্গে তারকা বিজেপি বিধায়কের মত, “বাংলায় এসআইআর হবে। এবং ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। এসআইআর-এ ৮০ লক্ষ মানুষের নাম বাদ গেলে তৃণমূল দুমড়ে-মুচড়ে পড়বে।”

    প্রসঙ্গত, গত কয়েকবার ভোটে তেমন আশানুরূপ ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ঠিক যেন ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। ওয়াকিবহাল মহলের মতে, একে তো দক্ষ সংগঠকের অভাব এবং দলীয় অন্তর্কলহ – দু’য়ে মিলে গেরুয়া শিবিরের যাচ্ছেতাই পরিস্থিতি। ‘অন্তঃসারশূন্য’ বঙ্গ বিজেপির নেতা-কর্মীদের বিধানসভা নির্বাচনের আগে উজ্জীবিত করাই যেন বড় চ্যালেঞ্জ। সম্ভবত সে কারণেই দিন্দা এমন মন্তব্য করে দলীয় অনুগামীদের উৎসাহী করে তুলে ভোটবাক্সে ফায়দা তুলতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার কারও কারও মতে, বঙ্গ বিজেপি নেতারা আসলে সকলেই দলের ঊর্ধ্বে গিয়ে নিজের মতো করে চলেন, তা দিন্দার ঘোষণাতেই স্পষ্ট। গেরুয়া শিবিরে যাই হোক না কেন, তৃণমূল নেতা-নেত্রীরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কেবলমাত্র উন্নয়নকে হাতিয়ার করে বাংলায় বিধানসভা নির্বাচনের বৈতরণী সহজে পার করা সম্ভব বলেই মত তাঁদের।
  • Link to this news (প্রতিদিন)