‘অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা’, নিজের গানে কালীপুজোর শুভেচ্ছা মমতার
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা বাংলা। মেতে উঠেছে গোটা দেশ। সোমবার কালীপুজো। তারপর একে একে দীপাবলি, ভাইফোঁটা। সপ্তাহভর উৎসবের আমেজ। আর এমন আনন্দ আবহে সকলকে নিজের লেখা গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রায় ২ মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি। প্রার্থনা জানিয়েছেন, ‘অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে/শান্তি নিয়ে এসো মা।’
রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলির এক্স হ্যান্ডল পোস্টে মুখ্যমন্ত্রী নিজের লেখা ও সুর করা গানের একটি অংশ পোস্ট করেছেন। আঁধার ঘুচিয়ে আলোর পথযাত্রী হওয়ার বার্তা তাতে। লিখেছেন, ‘দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী,
আলো নিয়ে এসো মা। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা। সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।’