• জন্ম-মৃত্যু পোর্টালে ত্রুটি, জীবিত বধূ সেখানে ‘মৃত’, ছয় মাস বন্ধ লক্ষীর ভান্ডারের টাকা
    আনন্দবাজার | ২০ অক্টোবর ২০২৫
  • জন্ম-মৃত্যু পোর্টালে ত্রুটির জেরে জীবিত এক বধূ সেখানে ‘মৃত’। ফলে ছয় মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা। সমস্যায় ধূপগুড়ি থানা অন্তর্গত প্রধানপাড়া এলাকার বধূ শম্পা রায়।

    সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে সরকারের জন্ম-মৃত্যু পোর্টালে নিজের নাম আপডেট করাতে তাঁর গ্রাম পঞ্চায়েতের দফতরে গিয়েছিলেন শম্পা। সেখান থেকে দুর্ভোগের শুরু। ভুলবশত তাঁর নাম উঠে যায় মৃতদের তালিকায়। ফলে বন্ধ হয়ে যায় রেশন এবং লক্ষীর ভান্ডারের টাকা সহ সরকারের সমস্ত সুযোগসুবিধা। তাঁর দাবি, বার বার ভুল সংশোধন করাতে পঞ্চায়েত অফিস এবং ব্লক প্রশাসনে দ্বারস্থ হওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি।

    স্থানীয় পঞ্চায়েত সদস্য সাইরুল হক জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন। খুব শীর্ঘই ভুল সংশোধন করার আশ্বাস ও দেন তিনি।

    তবে, মানুষের জীবন-মরণের সঙ্গে যুক্ত সরকারী নথিতে এমন ভুল হওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠছে ডিজিটাল ব্যাবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে।
  • Link to this news (আনন্দবাজার)