• গোয়ায় জাহাজে সিলিন্ডার ফেটে মৃত রায়গঞ্জের তরুণ
    আনন্দবাজার | ২০ অক্টোবর ২০২৫
  • গোয়ায় জাহাজে বিস্ফোরণে পুড়ে মৃত্যু হল এ রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গোয়ার উপকূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শের আলি (১৯) উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েতের পানিশালার মহীগ্রামের বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেরের পরিবার খুব দুঃস্থ। তাঁর দেহ ফেরাতে পরিবার সমস্যায় পড়ে। পুলিশ-প্রশাসন রবিবার তাদের পাশে দাঁড়ায়। মহকুমাশাসক (রায়গঞ্জ) কিংশুক মাইতি জানান, ব্লক প্রশাসন পাঁচ হাজার, শীতগ্রাম পঞ্চায়েত দশ হাজার ও হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মণ পনেরো হাজার টাকা সাহায্য করেছেন পরিবারটিকে। তিনি বলেন, “দেহ আনা হলে, প্রশাসনের তরফে শববাহী গাড়ির ভাড়া ও সমব্যথী প্রকল্পে আর্থিক সহযোগিতা করা হবে।”

    মৃতের বাবা মহম্মদ কাজল শেখ পেশায় দিনমজুর। দুই ছেলের মধ্যে শের ছোট। সপ্তাহ দু’য়েক আগে এক ঠিকাদারের অধীনে দাদা সাহেব আলি-সহ এলাকার ছ’জনের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজে গোয়ায় যান শের। তাঁর মামা মোমেরুল হকও গোয়ায় শ্রমিকের কাজ করেন। তাঁর দাবি, শের কাজ পাচ্ছিলেন না। শুক্রবার সমুদ্রে একটি জাহাজে সাফাইয়ের কাজে যোগ দেন। মোমেরুলের কথায়, “জাহাজ মেরামতের কাজ চলছিল। সেটির একটি ঘরে লোহা কাটার সময়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তাতে পুড়ে মৃত্যু হয় ভাগ্নের।” তাঁর দাবি, ওই ঘটনায় ভিন্‌ রাজ্যের কয়েক জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং কয়েক জন জখমও হয়েছেন।

    সূত্রের দাবি, মৃতের পরিজন গোয়ায় পুলিশের নথিতে সই না করায়, শেরের দেহের ময়না তদন্ত হয়নি। মৃতের বাবার দাবি, “জাহাজ কর্তৃপক্ষ উপযুক্ত ক্ষতিপূরণ দিতে চাইছেন না। তাই এই সিদ্ধান্ত।” রায়গঞ্জের পুলিশ জানায়, গোয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে সমস্যা মেটানোর চেষ্টা চলছে।
  • Link to this news (আনন্দবাজার)