পাসপোর্ট জালিয়াতি মামলায় অন্যতম এজেন্ট ইন্দুভূষণ হালদারের জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। শনিবার ইডি হেফাজত থেকে ইন্দুভূষণকে আদালতে পেশ করা হয়। ইডির আইনজীবী জেল হেফাজতের আবেদন করে বলেন, “নদিয়ার চাকদহের বাসিন্দা ইন্দুভূষণ স্থানীয় এলাকায় কয়েকশো বাংলাদেশি অনুপ্রবেশকারীর পাসপোর্ট তৈরি করার জন্য একটি সাইবার ক্যাফেতে নানা জাল নথিপত্র তৈরি করত। ওই সাইবার ক্যাফের মালিক অভিযুক্তের বিরুদ্ধে বয়ান দিয়েছেন। ওই সাইবার ক্যাফের কম্পিউটার ব্যবহার করে প্রায় সাড়ে তিনশোর বেশি পাসপোর্ট তৈরির আবেদন করেছিল ইন্দুভূষণ।”
অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করে বলেন, “পাসপোর্ট জালিয়াতিতে ওই সাইবার ক্যাফের মালিকও জড়িত। তাকে তদন্তকারী সংস্থা গ্রেফতার করেনি। কিন্তু ইন্দুভূষণ পাসপোর্ট তৈরির সহায়তা করার জন্য আঞ্চলিক অফিসে দালালি করত। তাকে গ্রেফতার করা হল। তার জামিনের আবেদন করা হচ্ছে।” বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পর ২৭ অক্টোবর পর্যন্ত অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।