আজ, সোমবার কালীপুজোর দিনে বিভিন্ন রুটে যাত্রীদের সফরের চাহিদার কথা মাথায় রেখে বেশি রাতে শহরতলির লোকাল ট্রেন এবং মেট্রোর বিশেষ পরিষেবা থাকছে। পূর্ব রেল সূত্রের খবর, শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট এবং বারুইপুর— এই চার শাখায় মাঝরাতে চারটি বিশেষ লোকাল ট্রেন চলবে। শিয়ালদহ-ডানকুনি অভিমুখে রাত সাড়ে ১১টায় একটি ট্রেন ছাড়বে। ফিরতি পথে ডানকুনি থেকে রাত ১২টা ২৫ মিনিটে ওই ট্রেনটি ছেড়ে ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। শিয়ালদহ থেকে বারাসত শাখায় রাত ১২টা ১০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। ফিরতি পথে সেই ট্রেনটি রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে ১টা ৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। রানাঘাট শাখায় শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ট্রেন ছেড়ে আড়াইটে নাগাদ সেখানে পৌঁছবে। অন্য দিকে, রাত ১১টা ৪৫ মিনিটে একটি ট্রেন রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে ১টা ৪০ মিনিটে। শিয়ালদহ থেকে বারুইপুর অভিমুখে রাত সাড়ে ১২টা নাগাদ একটি ট্রেন ছাড়বে। বারুইপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে একটি লোকাল ট্রেন ছেড়ে ২টো ১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
এর পাশাপাশি, কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে আজ উত্তর-দক্ষিণ মেট্রোপথে আপ এবং ডাউন লাইনে ৭২টি করে মোট ১৪৪টি ট্রেন চলবে। সকাল ৭টা ৫৪ মিনিট থেকে রাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা। বিশেষত, দক্ষিণেশ্বরগামী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো পরিষেবার সময় বাড়ানো হয়েছে। রাতে ১০টা ৫১ মিনিটে দক্ষিণেশ্বর থেকে অন্তিম মেট্রো শহিদ ক্ষুদিরাম স্টেশন অভিমুখে ছাড়বে। বিপরীতে, শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ১১টায় দক্ষিণেশ্বর অভিমুখে অন্তিম মেট্রো ছাড়বে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আজ, সোমবার সারা দিনে আপ এবং ডাউন লাইন মিলিয়ে ১২০টি ট্রেন চলবে। সকালে প্রথম ট্রেন হাওড়া ময়দান থেকে ৮টায় এবং সেক্টর ফাইভ থেকে ৮টা ২ মিনিটে ছাড়বে। রাতে হাওড়া ময়দান থেকে ১০টা ৪৫ মিনিটে সেক্টর ফাইভ অভিমুখে এবং সেক্টর ফাইভ থেকে ১০টা ৪৭ মিনিটে হাওড়া ময়দান অভিমুখে অন্তিম মেট্রো ছাড়বে।
নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথে চলবে ৫২টি ট্রেন। সকাল ১০টায় প্রথম ট্রেন নোয়াপাড়া থেকে ছাড়বে। বিমানবন্দর থেকে প্রথম ট্রেন ১০টা ২২ মিনিটে ছাড়বে। বিকেলে নোয়াপাড়া থেকে ৫টা ৩৪ মিনিটে এবং বিমানবন্দর থেকে ৫টা ৫৪ মিনিটে অন্তিম মেট্রো ছাড়বে। জোকা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-বেলেঘাটা মেট্রোপথে আজ ট্রেন কম থাকবে। পরিষেবা শেষ হবে সন্ধ্যা ৬টার আগেই।