নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মাসে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু সোমবার। সিএবি’র তরফে এমনটাই জানানো হয়েছে। দুপুর ১২টা থেকে অনলাইনে ডিস্ট্রিক্ট অ্যাপে মিলবে টিকিট। পরবর্তীকালে অফলাইনেও টিকিট বিক্রির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, দৈনিক সর্বনিম্ন টিকিটের মূল্য ৬০ টাকা। আর সর্বোচ্চ ২৫০ টাকা। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ইডেনে প্রথম ম্যাচ শুরু ১৪ নভেম্বর। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।