• সুপার কাপে মোহন বাগানের আত্মবিশ্বাস বাড়াবে শিল্ড জয়
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • দীপেন্দু বিশ্বাস: ১২৫তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহন বাগানকে অভিনন্দন। প্রশংসা প্রাপ্য কোচ হোসে মোলিনার। সন্দেহ নেই, মাঠ ও মাঠের বাইরে প্রবল চাপে ছিল স্প্যানিশ কোচের দল। বিশাল কাইথের গ্লাভসে ভর করে প্রতিবন্ধকতার কাঁটা উপড়ে ফেললেন কামিংসদের হেডস্যার। উৎসবের মরশুমে যুবভারতীর রং সবুজ-মেরুন। সবচেয়ে বড় কথা, আসন্ন সুপার কাপে এই জয় আত্মবিশ্বাসের বাড়তি হাওয়া জোগাবে নৌকার পালে।

    মোলিনা ব্রিগেডের খেলা কি মন ভরালো? দিনের শেষে সাফল্যই শেষ কথা। ট্রফি না জিতলে ভালো ফুটবলের দাম থাকে না। পাশাপাশি এটাও বলতে হবে যে, মোহন বাগানের সেই ধার এখনও অদৃশ্য। তেল খাওয়া মেশিনের মসৃণতা উধাও। পালতোলা নৌকা ব্রিগেড কাগজে কলমে দেশের সেরা। তাদের কাছে প্রত্যাশা প্রচুর। সেই উচ্চতায় এখনও পৌঁছয়নি দল। ব্যক্তিগত মত, পর্যাপ্ত ম্যাচের অভাবেই এখনও অচেনা মোহন বাগান। তবে সাহাল ও মেহতাব সিংয়ের প্রশংসা প্রাপ্য। মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্টের মতো প্লে-মেকারের অভাব বোঝা যাচ্ছে। ব্রাজিলিয়ান রবসন চোখ টানতে ব্যর্থ। মোলিনা অভিজ্ঞ কোচ। তিনি নিশ্চয়ই সেদিকে নজর দেবেন।

    শিল্ড জয়ের আশায় মাঠমুখো হয়েছিলেন অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক। কিন্তু মোক্ষম সময়ে পথ হারাল অস্কার ব্রুজোঁর দল। দল আগের চেয়ে সংগঠিত। বেশ কিছু স্পেলে দাপট দেখিয়েছে। একতরফা ডার্বির দিন শেষ। তবে স্প্যানিশ কোচের কোনও প্ল্যান ‘বি’ নেই। জয় গুপ্তর বাঁ পা সচল। তাঁকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত বিস্ময়কর! একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডারও প্রয়োজন। কোনও কারণে কেভিন বা আনোয়ারকে না পেলে সমূহ বিপদ। হাতে অভিজ্ঞ ডিফেন্ডার থাকলে শিল্ড ফাইনালে আরও সাহসী হতে পারতেন অস্কার। ভেবে দেখুন, জাপানি হিরোশিকে নামানোর জন্য মাঝমাঠে বিদেশি কমানো হয়। বাধ্য হয়েই কোপ পড়ে সাউলের উপর। তাতে নষ্ট হয় মাঝমাঠের ভারসাম্য। ইনভেস্টরের উচিত ভারতীয় ডিফেন্ডার খোঁজা। অন্যথায় লম্বা লিগে সমস্যা বাড়বে।
  • Link to this news (বর্তমান)