• ‘আঁধার কাটুক…’, দীপাবলিতে বিশেষ বার্তা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
    এই সময় | ২০ অক্টোবর ২০২৫
  • দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সৌভ্রাতৃত্ব ও অন্ধকার মুছে আলোর বার্তা তাঁদের।

    রাষ্ট্রপতি এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ‘দেশজুড়ে প্রবল উৎসাহে ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে দীপাবলি। এই উৎসব পরস্পরের প্রতি স্নেহ এবং সৌভ্রাতৃত্বের বার্তা বহন করে।’ তিনি প্রবাসী ভারতীয়দেরও এই আলোর উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসবে যাঁরা বঞ্চিত এবং যাঁদের সাহায্যের প্রয়োজন তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবেশ বান্ধব এবং দায়িত্বশীল ভাবে এই উৎসব পালনের দেশবাসীকে আহ্বান জানান রাষ্ট্রপতি।

    অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘দীপাবলিতে সকলকে শুভেচ্ছা। এই আলোর উৎসব জীবনকে সুখী এবং সমৃদ্ধ করুক। আমাদের চারপাশে ইতিবাচক চেতনা অবস্থান করুক।’

    ইতিমধ্যেই দীপাবলির আনন্দে মেতেছে গোটা দেশ। রাস্তাঘাট, বাড়ি সেজে উঠেছে আলোয়। তবে কোনও ভাবেই যাতে বায়ুদূষণ না হয়, সেই জন্য একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টও দিল্লি এবং সংলগ্ন এলাকার জন্য বাজি সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেছে।

    দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় ‘সবুজ আতশবাজি’ তৈরি এবং বিক্রির অনুমতি দিলেও একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছিল, ১৮ থেকে ২১ অক্টোবর, এই চারদিন তিন ঘণ্টা সবুজ বাজি পোড়ানো যাবে। এই দিনগুলিতে শুধুমাত্র সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত আতশবাজি পোড়ানো যাবে, জানিয়েছে সর্বোচ্চ আদালত।

  • Link to this news (এই সময়)