• মুম্বইয়ের কোলাবার কুফে প্যারেড চউলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, আহত ৩
    এই সময় | ২০ অক্টোবর ২০২৫
  • সোমবার সকালে ভয়াবহ আগুনে মুম্বইয়ের কোলাবার কুফে প্যারেড চউল থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে নাবালকের মৃত্যু। গুরুতর আহত ৩ জন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সোয়া চারটে নাগাদ একটি বাড়ির একতলায় আগুন লাগে। আগুনে যশ বিত্তল খোট নামে ১৫ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও বিরাজ খোট, সংগ্রাম কুরনে এবং দেবেন্দ্র চৌধুরি নামে তিনজন গুরুতর আহত হয়েছেন। সেন্ট জর্জ’স হাসপাতালে সকলকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যশকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ জানিয়েছে, আগুনে বাড়ির ইলেকট্রিক লাইন, তিনটি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং কিছু ইলেকট্রনিক্স জিনিস পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ কী তা তদন্ত করে দেখছে পুলিশ।

    আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

  • Link to this news (এই সময়)