• Video: ২ ঘণ্টায় উড়ে যাবে পাকিস্তান? হুমকি-গানে দীপাবলি উদযাপন সেনার; দেখুন
    এই সময় | ২০ অক্টোবর ২০২৫
  • গোটা দেশ আলো, মিষ্টি এবং বাজি দিয়ে উদযাপন করছে দীপাবলি। নিয়ন্ত্রণরেখায় মোতায়েন ভারতীয় সেনার জওয়ানদের তো সেই উপায় নেই। তাঁরা সীমান্ত পাহারা দিচ্ছেন বলেই দেশের কোটি কোটি মানুষ শান্তিতে দীপাবলি উদযাপন করতে পারছেন। পরিবারের পাশে না থাকতে পারলেও, রবিবার রাতে তাঁরাও দীপাবলি উদযাপন করলেন একেবারে নিজস্ব কায়দায়। দীপাবলি উদযাপনের মধ্য দিয়েই প্রতিবেশী দেশ পাকিস্তানকে জোরালো সতর্কবার্তা পাঠালেন তাঁরা।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে ভারতীয় সেনা জওয়ানদের একটি দলকে নিয়ন্ত্রণরেখার কাছেই এক জায়গায় দীপাবলি উদযাপন করতে দেখা যাচ্ছে। অর্থাৎ, পাকিস্তানি সেনারা তাঁদের থেকে খুব দূরে ছিলেন না।

    পাঞ্জাবি ভাষায় ভারতীয় জওয়ানদের একটি দেশাত্মবোধক গান গাইতো শোনা যাচ্ছে। যার মোটামুটি বঙ্গানুবাদ হলো, ‘আমাদের দুই ঘণ্টার দিন সরকার, শত্রুদেশকে ধোঁয়ায় পরিণত করব।’

    অনলাইনে বহু মানুষ এই ভিডিয়োটি শেয়ার করেছেন। নেটিজ়েনরা বলেছেন, ভারতীয় সেনাবাহিনীকে সত্যিই ২ ঘণ্টার জন্য পাকিস্তানে হামলার অনুমতি দেওয়া হয়, তা হলে আর গুগল ম্যাপে পাকিস্তানকে খুঁজে পাওয়া যাবে না।

    ভারতীয় সেনার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বা BSF-এর সদস্যরাও রবিবার রাতে রাজস্থানের জয়সলমেরের কাছে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বাজি ফাটিয়ে, মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছেন।

  • Link to this news (এই সময়)