উত্তরবঙ্গের এই পুজোগুলো দুর্গাপুজোর জৌলুসকেও টেক্কা দেয়
আজ তক | ২০ অক্টোবর ২০২৫
Kali Puja 2025: দক্ষিণবঙ্গের তুলনায় দুর্গাপুজোয় যেন কিছুটা নীরবতা থাকে উত্তরবঙ্গে। কলকাতার আলোকোজ্জ্বল থিমপুজোর ঝলকানির কাছে হয়তো ফিকে লাগে উত্তরবঙ্গের আয়োজন। তবে কালীপুজোর সময় পাল্টে যায় সেই ছবি। আলো, আতসবাজি আর দেবী আরাধনায় তখন পুরো উত্তরবঙ্গই এক উজ্জ্বল হয়ে ওঠে।
কার্তিক অমাবস্যার রাতে উত্তরবঙ্গের আকাশে যখন বাজির ঝলকানি, তখন প্রতিটি জেলার মন্দির, ক্লাব, পাড়ায় পাড়ায় শুরু হয় দেবী মহাকালীর আরাধনা। এই সময় থেকেই শুরু হয়ে যায় শীতের মরশুম। বহু পর্যটক তখন তরাই-ডুয়ার্স বা পাহাড়ে বেড়াতে এসে কালীপুজোর রঙে নিজেদের মিশিয়ে দেন।
শিলিগুড়ি: উত্তরবঙ্গের কালীপুজোর রাজধানী
উত্তরবঙ্গের সব পুজোর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি। এখানে কালীপুজোর সংখ্যা তুলনায় কম হলেও, প্রতিটি পুজোই আকর্ষণীয় সাজে ভরপুর।
জলপাইগুড়ি
জলপাইগুড়ির কালীপুজোয় ঐতিহ্য আর ভক্তি একসঙ্গে মিশে যায়।প্রসিদ্ধ পুজো: আদরপাড়া ত্রিনয়নী ক্লাব, মুনলাইট ক্লাব যুবমঞ্চ, দেশবন্ধুনগর উত্তরপল্লি ক্লাব, স্বস্তিকা ক্লাব, যুবকল্যাণ সমিতি, ইউরেকা ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সঙ্ঘশ্রী ক্লাব।
উত্তর দিনাজপুর
রমেন্দ্রপল্লি সর্বজনীন, জাগরণী সঙ্ঘ, নেতাজি পাঠাগার ক্লাব, ইসলামপুর আমবাগান কলোনি, বিপিএস ক্লাব, রবীন্দ্র স্পোর্টিং ক্লাব, সুকান্ত সঙ্ঘ প্রতিটি পুজোই আলাদা সাজে মাতিয়ে তোলে জেলা।
দক্ষিণ দিনাজপুর: আলো, আতশবাজি আর আবেগ
সাড়ে তিন নম্বর মোড় ক্লাব, মিলন সঙ্ঘ, বাদামাইল বিবাদীসু সঙ্ঘ, খেয়ালী সঙ্ঘ, বালুরঘাট ক্লাব, যুবশ্রী ক্লাব, বুড়াকালীবাড়ি ও পঞ্চমুণ্ডির আসনের পুজোগুলি এই জেলার আকর্ষণ।
আলিপুরদুয়ার
সবুজ সঙ্ঘ, রবীন্দ্র সঙ্ঘ, কাঁঠালতলা সারদা সঙ্ঘ এবং রেল টিটিদের পুজো — প্রতিটি পুজোতেই রয়েছে নিজস্ব থিম ও ঐতিহ্যের ছোঁয়া।
কোচবিহার
বড়তারা দীপনারায়ণ ব্যায়ামাগার, আমতলা ইউনিট, খাগরাবাড়ি স্পোর্টিং ক্লাব, ডিএনপি স্পোর্টিং ক্লাব, দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়, তুফানগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম, প্রতিটি পুজোই ইতিহাস বহন করে।
ফালাকাটা
তরুণ দল, হাটখোলা ইউনিট, সুভাষপল্লি ইউনিট, ভেনাস ক্লাব ও উদয় সঙ্ঘ। প্রতিটি ক্লাবই ভক্তি আর উৎসবের মিশেলে জ্বেলে তোলে আলোর দীপ।