• দীপাবলির বাজি ফাটাতে হচ্ছে দিনের বেলাতেই! বাঁদরের উৎপাতে অতিষ্ঠ স্থানীয়রা
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দীপাবলির দিনেও অশান্তিতে জলপাইগুড়ির পাতকাটা কলোনি এলাকার বাসিন্দারা। বাঁদরের উপদ্রবে এখানে কার্যত ঘুম ছুটেছে স্থানীয়দের। দীপাবলির  রাতে ফাটানোর জন্য যে  বাজি কিনে রেখেছিলেন, তা সব ফাটিয়ে ফেলতে হচ্ছে দিনের বেলাতেই। তাতে যদি বাঁদরের উপদ্রব থেকে রেহাই পাওয়া। কিন্তু বাজি ফাটিয়েও বাঁদরের দলের অত্যাচার থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। ফলে বাঁদরের দলের পিছনে গুলতি নিয়ে ছুটে বেড়াচ্ছেন বাসিন্দারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনি এলাকায় বাঁদরের দল সকাল থেকেই তাণ্ডব শুরু করে দিচ্ছে। বাসিন্দারা মজা করে বলছেন, ‘টু লেট’ লেখা বোর্ড ঝোলানো বাড়ি দেখলেই সেখানে হানা দিচ্ছে বাঁদরের দল। রীতিমতো বাড়ি দখল করে নিচ্ছে তারা। বাঁদরের উপদ্রবে এলাকার লোকজন জানালা, দরজা খুলতে পারছেন না। অনেক বাড়িতে বাধ্য হয়ে কেটে ফেলা হয়েছে ফলের গাছ। ঘরে খাবার দাবার রেখেও শান্তি নেই। সেখানেও হানা দিচ্ছে বাঁদর বাহিনী। সমস্ত খাবার-দাবার জিনিসপত্র খেয়ে, ছড়িয়ে নষ্ট করছে বাঁদরের দল। তাড়াতে গেলে উল্টে তেড়ে আসছে। পাতকাটা কলোনি এলাকার বাসিন্দারা বলছেন, গোটা পাড়াটাই কার্যত দখল করে নিয়েছে বাঁদরের দল। কীভাবে নিস্তার মিলবে সেই চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীর।
  • Link to this news (বর্তমান)