চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে বেধড়ক মারধরের অভিযোগ, চাঞ্চল্য ময়নাগুড়িতে
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: চাঁদা না দেওয়ায় গাড়ি চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ময়নাগুড়ির কলতাপাড়ার একটি ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ, কালীপুজো উপলক্ষে ওই এলাকার একটি ক্লাব রাস্তায় গাড়ি চালকদের থেকে টাকা আদায় করছিল। গাড়ি চালক দীপক কুমার রায় সেই সময় তার যাত্রীবাহী ছোট গাড়ি নিয়ে ময়নাগুড়ি থেকে জোরপাকড়ি যাচ্ছিলেন। তাঁর দাবি, ক্লাবের ছেলেরা গাড়ি আটকে তার কাছে চাঁদার দাবি করে। কিন্তু সেই সময় টাকা না থাকায়, তিনি বলেন “এই মুহূর্তে টাকা নেই পরে দেব।” এই কথা বলতেই গাড়ি থেকে চালক দীপক কুমার রায়কে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। এমনকি থানায় অভিযোগ জানালে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে দাবি। স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতাল থেকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গাড়ি চালক।