• সন্তানরা মাধ্যমিক পরীক্ষার্থী হলে ডিআই ও এসআইদের দায়িত্ব নয়: পর্ষদ
    দৈনিক স্টেটসম্যান | ২০ অক্টোবর ২০২৫
  • মাধ্যমিকের প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় বড়সড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার থেকে ডিআই (জেলা পরিদর্শক) এবং এসআই (বিদ্যালয় পরিদর্শক) পদাধিকারীদের সন্তানরা যদি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থী হন, তবে তাঁরা কোনও ভাবেই ওই পরীক্ষার ব্যবস্থাপনায় যুক্ত থাকতে পারবেন না। সম্প্রতি মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে।

    পর্ষদ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে দায়িত্বে থাকা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সন্তানরাই ওই বছর পরীক্ষার্থী ছিলেন। ফলে পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। কারণ এসআই ও ডিআই-এর অধীনে পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকে। তাই স্বচ্ছতা রক্ষার স্বার্থে এ বছর থেকেই এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

    পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, যে কেউ ডিআই বা এসআই পদে থাকা অবস্থায় তাঁদের সন্তানরা মাধ্যমিক পরীক্ষার্থী হলে পরীক্ষার ব্যবস্থাপনা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, কোনও পরীক্ষার্থীর অভিভাবকের পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া একেবারেই অনুচিত। এতে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।

    শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, নির্দেশিকা অনুযায়ী সন্তানরা পরীক্ষার্থী হলে সংশ্লিষ্ট আধিকারিকদের নাম পর্ষদে জানাতে হবে, যাতে আগে থেকেই বিকল্প ব্যবস্থা নেওয়া যায়। পর্ষদের দাবি, এই সিদ্ধান্তে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনও রকম অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)