• বারাসতে ‘মাইসোর প্যালেস’, উদ্বোধনে সম্প্রীতির বার্তা কার্তিকের
    দৈনিক স্টেটসম্যান | ২০ অক্টোবর ২০২৫
  • দক্ষিণী রাজ্য কর্ণাটকের রাজপ্রাসাদ ভ্রমণের সুযোগ দিচ্ছে বারাসতের এক প্রখ্যাত কালীপুজো। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবছরের থিম ‘মাইসোর প্যালেস’ বা ‘মহীশূরের রাজপ্রাসাদ’। কর্ণাটকের এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াদিয়ার রাজ পরিবার। এই মণ্ডপের উচ্চতা ৫০ ফুট।

    শনিবার এই মণ্ডপের উদ্বোধন করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় এবং বারাসতের সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেছেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূলের জয়হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক বন্দোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার পৌরপ্রধান অশনি মুখার্জি এবং বারাসত পুরসভার ১০নং ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পাল। উদ্বোধনী অনুষ্ঠান থেকে কার্তিক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সম্প্রীতির বার্তা।

    তবে কেন এই থিম? পুরপিতা তথা পুজো কমিটির সভাপতি দেবব্রত পাল জানিয়েছেন, ‘হিন্দু সভ্যতার শেষ নিদর্শন মাইসোর প্যালেস। আমাদের স্বর্ণালী ইতিহাসের বহু নিদর্শন আজ হারিয়ে যেতে বসেছে। তার মধ্যে একটি এই প্রাসাদ। মানুষের সামনে তার নিখুঁত কাজ, সাংস্কৃতিক ছোঁয়া তুলে ধরতেই আমাদের এই ভাবনা।’ দেবব্রতর কথায়, ‘জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণনগরের শিল্পী কানাইচন্দ্র পাল আমাদের প্রতিমা নির্মাণ করেছেন। শ্রীকৃষ্ণ এবং চৈতন্য দেবের আঙ্গিকে মাতৃমূর্তি নির্মিত হয়েছে, যা এক কথায় অনবদ্য।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)