• সোনারপুরে নাতনিকে খুনের অভিযোগে গ্রেপ্তার দাদু
    দৈনিক স্টেটসম্যান | ২০ অক্টোবর ২০২৫
  • নাতনিকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন দাদু। চাঞ্চল্যকর ঘটনাটি সোনারপুর থানা এলাকার কোদালিয়া কদমতলার। রবিবার সন্ধ্যায় চার বছরের ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এরপর শিশুর দাদু, দিদা এবং বাড়ির পরিচারিকাকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপরেই মৃতের দাদুকে গ্রেপ্তার করা হয়। শিশুটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, ওই শিশুটির বাবা-মা উভয়েই চাকুরিজীবী। তাঁরা কাজের সূত্রে প্রতিদিন বাইরে বেরোনোয় শিশুটি দাদু, দিদার কাছে থাকত। শিশুটিকে দেখভালের জন্য এক পরিচারিকাও ছিল। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে আচমকা চিৎকারের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। তাঁরা বাড়ি গিয়ে দেখেন, শিশুটি মেঝেতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শিশুর দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)