• ভয়ংকর দুর্ঘটনা! কামালগাজি ফ্লাইওভার থেকে বাইকের ধাক্কায় ছিটকে নীচে পড়লেন যুবক... রাজপথে রক্তের দাগ
    ২৪ ঘন্টা | ২০ অক্টোবর ২০২৫
  • তথাগত চক্রবর্তী:  আবারও দ্রুতগতির বেপরোয়া বাইক চালানোর জেরে বড়সড় দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি ফ্লাইওভারে। সোমবার সকালে কামালগাজি ফ্লাইওভার ধরে কলকাতামুখী পথে যাচ্ছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। বয়স আনুমানিক ৩৫। একটি বেসরকারি সংস্থার কর্মী তিনি। ঠিক সেইসময় বিপরীত দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে আসছিল আরেক বাইক, চালাচ্ছিলেন অপুর্ব মণ্ডল, যার বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে।

    জানা গিয়েছে, বাজি কিনে বাড়ি ফিরছিল সে। হঠাৎই অপূর্বর বাইক ভয়ঙ্কর জোরে ধাক্কা মারে অরুণের বাইকে। ধাক্কার শক্তিতে পুরো ভারসাম্য হারিয়ে ফ্লাইওভারের রেলিং টপকে নীচে পড়ে যান অরুণ। ফ্লাইওভারেই ছিটকে পড়ে দু’টি বাইক। ঘটনায় সেখানে থাকা আরেক বাইক আরোহীও জখম হন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠান। অরুণের অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই দুটি বাইক বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। উৎসবের মরশুমে এই দুর্ঘটনা ফের সতর্ক করছে দ্রুতগতির বিপদ সম্পর্কে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)