• আলোর উৎসবে জোয়ার শেয়ার বাজারেও, ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আলোয় সেজেছে গোটা দেশ। খুশির মেজাজ শেয়ার বাজারেও। সোমবার উৎসবের মরশুমে বাজার খুলতেই একলাফে প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক। দু’শো পয়েন্টের বেশি বেড়েছে নিফটিও। বিশ্লেষকদের মতে, উৎসবের আবহে বাজার উর্ধ্বমুখী থাকবে। বছরের একেবারে শেষ প্রান্তে গিয়ে উন্নতির নতুন শিখর ছুঁতে পারে দালাল স্ট্রিট, এমনটাও আশা করছেন বিশ্লেষকরা।

    দুর্গাপুজোর পর এবার কালীপুজো, দীপাবলি। দীর্ঘ সময় ধরে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তাই উৎসবের মরশুমে কেনাকাটা তুঙ্গে। গত শনিবার ধনতেরস উপলক্ষে সোনা-সহ অন্যান্য মূল্যবান ধাতুর কেনাকাটাও বেড়েছে। সবমিলিয়ে ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। সোমবার তাই বাজার খুলতেই ৬৭৩.৯০ পয়েন্ট বেড়ে সেনসেক্সের সূচক পৌঁছে যায় ৮৪৬২৬.০৯য়ে। নিফটিও বেড়ে দাঁড়ায় ২৫৯১২.৩৫ পয়েন্টে। তবে বেলা বাড়তে বেশ খানিকটা পড়েছে সেনসেক্সের সূচক। তা সত্ত্বেও যথেষ্ট লাভের মধ্যেই রয়েছে একাধিক সংস্থার শেয়ার।

    একলাফে ৩ শতাংশ বেড়েছে রিলায়্যান্সের শেয়ারের মূল্য। এছাড়াও বাজাজ ফিনান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, টাটা মোটর্স, সান ফার্মা, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ান পেন্টস, এয়ারটেল, টেক মহিন্দ্রা, টাইটান, এনটিপিসির মতো একাধিক শেয়ারে লগ্নিকারীরা বিপুল মুনাফা ঘরে তুলেছেন এদিন। তবে বুধবার যেহেতু বাজার বন্ধ থাকবে, ফলে মঙ্গলবার খানিকটা কমবে শেয়ার বাজারের দৌড়।

    তবে বিশ্লেষকদের মতে, উৎসবের মরশুম শেষ হয়ে গেলেও শেয়ার বাজার উর্ধ্বমুখীই থাকবে। কারণ নভেম্বর এবং ডিসেম্বরজুড়ে বিয়ের মরশুম। সেসময়েও বিপুল আর্থিক লেনদেন হবে গোটা দেশজুড়ে। যেহেতু আয়কর ছাড়, জিএসটি হ্রাসের কারণে আমজনতার হাতে নগদ বাড়ছে, ফলে ক্রয়ক্ষমতাও পাল্লা দিয়ে বাড়ছে। সেই বিষয়টিকে কেন্দ্র করেই শেয়ার বাজারেও জোয়ার আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এহেন পরিস্থিতিতে যদি ভারত এবং আমেরিকার বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে যায়, তাহলে দালাল স্ট্রিট নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে।
  • Link to this news (প্রতিদিন)