১৪৩ আসনে প্রার্থী ঘোষণা আরজেডির, জোটের জটে শরিক কংগ্রেসের সঙ্গেই লড়াই চার আসনে!
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোট তথা কংগ্রেসের সঙ্গে আসনরফা নিয়ে হাজারও জল্পনা ছড়িয়েছে। শেষ পর্যন্ত সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। ১৪৩ আসনে প্রার্থী দিল লালুপ্রসাদ যাদবের দলটি। আরজেডির বর্তমান প্রজন্মের শীর্ষ নেতা তেজস্বী যাদব লড়বেন বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসনে।দ্বিতীয় দফা ভোটের মনোনয়ন পেশের শেষ দিনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিহারের অন্যতম বিরোধী দল। সবচেয়ে বড় কথা, জোটের জটে শরিক কংগ্রেসের সঙ্গেই চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে লালুর দল!
‘মহাগটবন্ধন’ নিয়ে জটিলতার কারণেই এতদিন প্রার্থী তালিকা ঘোষণা করেনি আরজেডি। কার্যত শেষ দিনে (দ্বিতীয় দফায় ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন) প্রার্থী তালিকা সামনে আনল তারা। তালিকা প্রকাশের আগেই রীতি মেনে প্রার্থীদের দলীয় প্রতীক বণ্টন করা হয় বলে খবর। উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১৪৪ আসনে প্রার্থী দিয়েছিল লালুর দল। এবার ১টি কম আসনে (১৪৩) প্রার্থী দিল তারা। গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে তেজস্বী যাদব লড়বেন রাঘোপুরে, মাধেপুরায় প্রার্থী চন্দ্র শেখর, মোকার্মায় বীণা দেবী এবং ঝাঝায় উদয় নারায়ণ চৌধুরী।
ইতিমধ্যে বিহার ৬০ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। যদিও মহাগটবন্ধনের আসরফায় দিশা দেখাতে পারেনি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের দল। এমনকী ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও একে একে আসনরফার পথ ছেড়ে প্রার্থী ঘোষণা করছে। প্রার্থী দিয়েছে জেএমএম এবং আপ। উল্লেখ্য, বিহারে দুই দফায় ৬ এবং ১১ নভেম্বর ভোট। ফল ঘোষণা ১৪ নভেম্বর।