যে রণতরীর নামেই কাঁপে পাকিস্তান, সেই INS বিক্রান্তে দিওয়ালি পালন প্রধানমন্ত্রীর
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি বছরের মতো এবারও সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের পর দিওয়ালি পালন করতে আইএনএস বিক্রান্তে গেলেন তিনি। আত্মনির্ভর ভারতের অন্যতম গর্ব আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে শত্রু পাকিস্তানকে আবারও মনে করিয়ে দিলেন, ভারতের এই যুদ্ধজাহাজ কীভাবে পাক বাহিনীর ঘুম ছুটিয়ে দিয়েছিল। এখনও সমুদ্রের তরঙ্গের মাধ্যমে পাকিস্তানে আতঙ্ক ধরায় বিক্রান্ত, হুঙ্কার প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেনার সঙ্গে দীপাবলি পালন করেন মোদি। গতবছর কার্গিলে গিয়েছিলেন তিনি। এবছর তিনি আলোর উৎসব পালন করলেন নৌসেনা জওয়ানদের সঙ্গে। গতকাল রাতেই গোয়ায় আইএনএস বিক্রান্তে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দিওয়ালি উপলক্ষে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ গান লিখে তা প্রধানমন্ত্রীকে শোনান আইএনএস বিক্রান্তের জওয়ানরা। সেই গান শুনে মুগ্ধ মোদি।
সোমবার আইএনএস বিক্রান্তে দাঁড়িয়ে মোদি বলেন, “অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানকে হাঁটু মুড়ে বসিয়ে দিয়েছিল বিক্রান্ত। কয়েক মাস আগে সমুদ্র তরঙ্গের মাধ্যমে পাকিস্তানজুড়ে ভয় ছড়িয়ে দিয়েছিল এই যুদ্ধজাহাজ। বিক্রান্তের নামের এমনই ক্ষমতা, সেই নাম শুনে যুদ্ধের আগেই ভয়ে কাঁপতে থাকে শত্রুরা। ভারতের স্থল, বায়ু এবং নৌসেনা মিলে এমন বীরত্বের প্রমাণ দিয়েছে যে পাকিস্তানের ঘুম ছুটে গিয়েছে।” সেই বীরত্বের কথা স্মরণ করিয়ে দিয়েই আইএনএস বিক্রান্তের ডেক থেকে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকবারের মতোই বলেছেন, তাঁর আসল পরিবার সেনা। তাই সেনার সঙ্গেই দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী।
দিওয়ালি উদযাপনের ফাঁকেই আইএনএস বিক্রান্তে ঘুরে দেখেন মোদি। ফ্লাইট ডেকে দাঁড়িয়ে নৌসেনার বিমানবাহিনীর শক্তি প্রদর্শনীর আয়োজন করা হয় তাঁর জন্য। দিওয়ালি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আইএনএস বিক্রান্তে। পরে সেনা আধিকারিকদের পরিবারের সঙ্গে নৈশভোজে অংশ নেন মোদি। যোগ দেন যোগা সেশনেও।