দীপাবলিতেও অন্ধকারে মহাগটবন্ধন! বিহারে আরও ৬ আসনে প্রার্থী দিল কংগ্রেস
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রাহুল গান্ধীর দলের মোট আসন সংখ্যা পৌঁছাল ৬০-এ। আরজেডির সঙ্গে মহাগঠবন্ধন নিয়ে ধোঁয়াশার মধ্যে দ্বিতীয় দফায় ভোটের মনোনয়ন পেশের শেষ দিন নতুন করে ছয়টি আসনে প্রার্থী দিল তারা। উল্লেখ্য, এখন পর্যন্ত জোটের জট ছাড়াতে পারেনি কোনওপক্ষই।
কংগ্রেসের নতুন ছয় আসনের প্রার্থীরা হলেন বাল্মীকি নগরে সুরেন্দ্র প্রসাদ কুশওয়াহা, আরারিয়াতে আবিদুর রহমান, আমৌরে জলিল মস্তান, বারারিতে প্রার্থী তৌকীর আলম, কাহালগাওয়ে প্রবীণ কুমার কুশওয়াহা এবং সিকান্দ্রাতে (এসসি) বিনোদ চৌধুরী। এদিকে সোমবার বিহার নির্বাচনে ১৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে আরজেডি। শীর্ষ নেতা তেজস্বী যাদব লড়বেন বৈশালী জেলার রাঘোপুর বিধানসভা আসনে।
‘মহাগটবন্ধন’ নিয়ে জটিলতার কারণেই এতদিন প্রার্থী তালিকা ঘোষণা করেনি আরজেডি। কার্যত শেষ দিনে প্রার্থী তালিকা সামনে আনল তারা। তালিকা প্রকাশের আগেই রীতি মেনে প্রার্থীদের দলীয় প্রতীক বণ্টন করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১৪৪ আসনে প্রার্থী দিয়েছিল লালুর দল। এবার ১টি কম আসনে (১৪৩) প্রার্থী দিল তারা। গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে তেজস্বী যাদব লড়বেন রাঘোপুরে, মাধেপুরায় প্রার্থী চন্দ্র শেখর, মোকার্মায় বীণা দেবী এবং ঝাঝায় উদয় নারায়ণ চৌধুরী। উল্লেখ্য, বিহারে দুই দফায় ৬ এবং ১১ নভেম্বর ভোট। ফল ঘোষণা ১৪ নভেম্বর।