নির্বাচনে আগে মদের ‘ফোয়ারা’! ‘ড্রাই বিহারে’ বাজেয়াপ্ত ৬৪ কোটির মদ-ড্রাগ
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে বিহারের বিধানসভা নির্বাচন। কোথাও তৈরি হচ্ছে জোট আবার কোথাও ভেঙে যাচ্ছে। রাজনৈতিক টানাপড়েনের মাঝেই এবার ভোটমুখি বিহারে নতুন সমস্যা। ৬৪ কোটি টাকার মদ, ড্রাগ এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করল প্রশাসন।
বিহারে মদ বিক্রি বন্ধ করেছেন নীতীশ কুমার। ‘ড্রাই স্টেট’ বিহারে ভোটের আগেই বিশাল পরিমাণ মদ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট সংস্থাগুলি। এইমাসের শুরু থেকে মোট ৭৫৩ জনকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। এই সময়কালে ১৩ হাজার ৫৮৭ জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নগদ, মদ, ড্রাগ এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট ৬৪.১৩ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে, বাজেয়াপ্ত হওয়া মদের দাম প্রায় ২৩.৪১ কোটি টাকা। এছাড়াও ১৬.৮৮ কোটি টাকার ড্রাগ এবং ৪.১৯ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
বিহারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা এবং অর্থের অপব্যবহার রোধে একাধিক সংস্থাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ, আবগারি দপ্তর-সহ অন্যান্য দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ‘পরিদর্শন বা চেকিংয়ের সময় যাতে জনসাধারণের অসুবিধা না করে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’
বিহারের নির্বাচনের জন্য, ১২১ জন সাধারণ পরিদর্শক নিয়োগ করা হয়েছে। এছাড়াও, প্রথম দফার জন্য, ১৮ জন পুলিশ পরিদর্শক এবং দ্বিতীয় দফার জন্য ২০ জন পুলিশ পরিদর্শকের পাশাপাশি ১২২ জন সাধারণ পরিদর্শক নিয়োগ করা হয়েছে।