• ৯৬ লক্ষ ভুয়ো ভোটার মহারাষ্ট্রে! সংশোধন না হলে ভোট পিছনোর দাবি রাজ ঠাকরের
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ। এই ইস্যুতে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তাঁর অভিযোগ, পুরসভা নির্বাচনকে মাথায় রেখে প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটার যুক্ত করা হয়েছে ভোটার লিস্টে। কমিশনের নাকের ডগায় এই কুকীর্তি হয়েছে।

    রবিবার দলীয় সভায় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ ঠাকরে বলেন, “আমাদের কাছে খবর রয়েছে পুরসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ভোট কারচুপির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটারকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। সমস্ত নেতৃত্বের উদ্দেশে আমাদের বার্তা ছোট ছোট দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখুন। যতদিন না গোটা বিসয়টা স্পষ্ট হচ্ছে, ততদিন কোনও নির্বাচন হবে না।” রাজ ঠাকরের অভিযোগের পর মহারাষ্ট্রের বাকি বিরোধীদলগুলিও তাঁর পাশে এসে দাঁড়িয়েছে।

    শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত বলেন, শীঘ্রই এই বিষয়ে আলোচনায় বসতে চলেছি আমরা। আমাদের দলের প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি (শরদ) প্রধান শরদ পওয়ার ও অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপর নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে কথা বলব আমরা। রাউতের অভিযোগ, প্রতিটি নির্বাচনে কারচুপি হচ্ছে। এভাবেই ভোটে জিতছে বিজেপি। নভেম্বরে মুম্বইয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ মিছিল বের করব আমরা।

    উল্লেখ্য, বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্নাটকের মহাদেবপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ত্রুটিগুলি তুলে ধরেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তথ্য-প্রমাণ সামনে এনে জানানো হয়, ভোটে জিততে বহু কেন্দ্রে লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম যুক্ত করা হয়েছে। বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে এই বিরাট অপরাধ ঘটিয়েছে বলে অভিযোগ করেন রাহুল।
  • Link to this news (প্রতিদিন)