• মেয়েকে যৌন হেনস্তার বদলা! যুবককে ‘খুন’ করে আত্মসমর্পণ বাবার
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে যৌন হেনস্তার বদলা! যুবককে ধারালো অস্ত্রের কোপ বাবার! ঘটনাস্থলেই মৃত্যু যুবকের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ, মেয়েকে যৌন হেনস্তা করছিল ওই যুবক আর তা চোখে পড়তেই চড়াও হন যুবতীর বাবা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ঢেঙ্কানল জেলায়।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম রূপা পাঙ্গুয়া। শনিবার রাতে আচমকাই নিজের মেয়ের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা ঘটতে দেখেন তিনি। করুণাকর বেহারা নামে এক যুবককে ওই অবস্থায় দেখে ফেলে আর নিজের রাগ সামলাতে পারেননি তিনি। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ওই যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় করুণাকর বেহারার।

    খুনের দায় স্বীকার করে ঘটনার পরেই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত রূপা পিঙ্গুয়া। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছেলের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মৃত যুবকের বাবা কাশীনাথ বেহারা। সঙ্গে যান অন্যান্য আত্মীয়রাও। তাঁরা রূপা পিঙ্গুয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হন। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ঘটনাকে কেন্দ্র করে একাধিক তথ্য সামনে আসছে। স্থানীয়দের কারও দাবি, অভিযুক্তের মেয়ের সঙ্গে ওই যুবকের অনেকদিন ধরেই একটা সম্পর্ক ছিল। নিজের মেয়ের সঙ্গে অশালীন অবস্থায় করুণাকরকে দেখে ফেলেছিলেন পিঙ্গুয়া। সেই কারণেই তিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ।

    বিতর্ক সামনে আসার পর স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাক্রম খতিয়ে দেখার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখছেন মৃত যুবকের সঙ্গে অভিযুক্তের মেয়ের ঠিক কেমন সম্পর্ক ছিল। দুই পরিবারের সদস্যদেরই জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)