মদ্যপ ছেলের মারে বৃদ্ধের মৃত্যু! সন্তানের শাস্তির দাবিতে থানায় মা
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
অর্ক দে, পূর্ব বর্ধমান: মদ্যপ অবস্থায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগরাই রায়পাড়ায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কঠোরতম শাস্তির দাবিতে সরব নিজের মা-সহ প্রতিবেশীরা।
জানা দিয়েছে, মৃতের নাম বিপত্তরণ রায়। তাঁর বয়স ৫৫ বছর। স্ত্রী ও ছেলেকে নিয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই রায়পাড়া এলাকায় থাকতেন তিনি। অভিযোগ, ছেলে প্রদীপ প্রায় প্রতিদিনই মদ্যপান করে বাড়ি এসে অশান্তি করত। রবিবার রাতেও তার অন্যথা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ নিয়ে বাবার উপর চড়াও হয়। এলোপাথাড়ি মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বিপত্তরণবাবু। প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোর রাতে সেখানেই মৃত্যু হয় বৃদ্ধের।
ইতিমধ্যেই অভিযুক্ত প্রদীপ রায়কে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন। স্বামী খুনে অভিযুক্ত ছেলের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রদীপের মা।