• মেয়েকে যৌন হেনস্থা! হাতেনাতে ধরল প্রেমিককে, উৎসবের আবহে বাবা যা করলেন, জানতেই শিউরে উঠল পুলিশ
    আজকাল | ২১ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মেয়েকে যৌন হেনস্থা! হাতেনাতে ধরতেই যুবককে পিটিয়ে খুন করলেন বাবা। এরপর খালের জলে দেহ ভাসিয়ে, থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন ওই ব্যক্তি। কিন্তু জানা গেছে, মেয়ের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। আপত্তিকর অবস্থায় দু'জনকে দেখে ফেলতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটান ওই ব্যক্তি। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধেনকানাল জেলায় এক যুবককে পিটিয়ে খুন করেছেন এক ব্যক্তি। ঘাতক ব্যক্তির মেয়েকে যৌন হেনস্থা করছিল ওই যুবক। ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেছিলেন নির্যাতিতার বাবা। এরপরই যুবককে পিটিয়ে খুনের পর, থানায় আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। 

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, শনিবার রাতে অভিযুক্ত ব্যক্তি রূপা পিঙ্গুয়া দেখেন, পেশায় শ্রমিক করুণাকর তাঁর মেয়েকেই যৌন হেনস্থা করছে। হাতেনাতে ধরতেই যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। খুনের পর যুবকের দেহটি খালের জলে ভাসিয়ে দেন। এরপর থানায় গিয়ে খুনের ঘটনাটি স্বীকার করেন। 

    এই ঘটনার পরেই মৃত যুবকের পরিবার তুমুল বিক্ষোভ দেখায়। ঘাতক ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই মেয়েটির সঙ্গে যুবকের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক ছিল গত কয়েক মাস ধরেই। যুবকের সঙ্গে মেয়েকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন ব্যক্তি। সেটি আর সহ্য করতে পারেননি। রাগের মাথায় যুবককে খুন করেন। 

    ঘটনার অভিযোগ পেয়েই অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আদৌ যৌন হেনস্থার অভিযোগটি আসল কিনা, তাও খতিয়ে দেখা শুরু হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। 

    প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় আবারও ধর্ষণের ঘটনা প্রকাশ্যে। এবার স্বামীর সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক যুবতী। ধর্ষণের পর তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। বিষয়টি বাইরে ফাঁস করলেই যুবতীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাঙ্গীর জেলায়। ১১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা যুবতী। পুলিশকে তিনি জানিয়েছেন, এক মাস আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। 

    পুলিশ আধিকারিক লক্ষ্মী নারায়ণ মারান্ডি জানিয়েছেন, যুবতী ও তাঁর স্বামী ভাড়া বাড়িতে থাকতেন। স্বামীর এক সহকর্মী প্রায়ই তাঁদের বাড়িতে আসত। ক্রমেই বন্ধুত্ব গড়ে উঠেছিল। গত ১৩ আগস্ট রাত সাতটা থেকে আটটার মধ্যে অভিযুক্ত যুবক আচমকাই তাঁদের বাড়িতে আসে। সেই সময় যুবতী একাই ছিলেন বাড়িতে। স্বামী কাজের সূত্রে বাইরে ছিলেন। 

    সেদিনই ফাঁকা বাড়িতে ঢুকে যুবতীকে ধর্ষণ করে ওই অভিযুক্ত যুবক। ধর্ষণের পর তাঁকে খুনের হুমকি দিয়ে পালিয়ে যায়। এক মাস পর কেন যুবতী অভিযোগ জানালেন? পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, খুনের হুমকির কারণেই তিনি আতঙ্কে ছিলেন।‌ পাশাপাশি সামাজিক কারণে, পরিবারের সম্মানহানির কারণে ভয়ে অভিযোগ জানাতে পারেননি তড়িঘড়ি। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
  • Link to this news (আজকাল)