ভ্লগার নিহার দারণে ইনস্টাগ্রামে অফিসের এই দীপাবলি উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ৩.৭৪ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, গুগলের কর্মীরা আনন্দে মেতে উঠেছেন।
কেউ নিজের ডেস্ক সাজাচ্ছেন, কেউ আবার কার্ড বানাচ্ছেন, সবাই মিলে ভাগ করে নিচ্ছেন নানা রকম মিষ্টি ও স্ন্যাক্স। দীপাবলির ভোজও ছিল সমৃদ্ধ — নান, কুলচা, নানা প্রকারের মিষ্টান্ন ও ডেজার্টে ভরপুর ছিল টেবিল। উৎসবের আনন্দে কর্মীদের মুখে ছিল খুশির ঝলক।
দক্ষিণ ভারতে সোমবারই পালিত হচ্ছে দীপাবলি, আর দেশের উত্তর অংশে মঙ্গলবার হবে উৎসবের মূল অনুষ্ঠান। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে গুগল অফিসের এই উৎসবমুখর পরিবেশে মুগ্ধ হলেও, কেউ কেউ মজার ছলে ‘ফোমো’-র (FOMO — Fear of Missing Out) ইঙ্গিত দিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, একটু ব্লক করে দাও, মুডটাই খারাপ করে দিচ্ছে!’
অন্য একজন রসিকতার ছলে মন্তব্য করেছেন, ‘এখানকার সিকিউরিটি গার্ডেরও বি.টেক ডিগ্রি আছে!’ দীপাবলির আলোয় শুধু অফিস নয়, কর্মীদের মনও ভরে উঠেছে আনন্দে এমন ছবিই ধরা পড়েছে ভাইরাল এই ভিডিওতে।