• ছেলের হাতে বাবার খুন! সন্তানের চরম শাস্তির দাবি মায়ের
    দৈনিক স্টেটসম্যান | ২১ অক্টোবর ২০২৫
  • ছেলের হাতে বাবা খুন! মদ্যপ অবস্থায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগরাই রায়পাড়ার ঘটনা। পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। ছেলের কঠোরতম শাস্তির দাবি করেছেন মা এবং প্রতিবেশীরা।

    মৃতের নাম বিপত্তরণ রায়। বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী এবং ছেলের সঙ্গে খণ্ডঘোষের সগরাই রায়পাড়ায় থাকতেন। ছেলে প্রদীপ রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করত বলে অভিযোগ। রবিবার রাতেও এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর,  আচমকা প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ নিয়ে বাবার উপর হামলা করে। এলোপাথাড়ি বাবাকে মারতে থাকে।

    রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বিপত্তরণবাবু। প্রতিবেশীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে খণ্ডঘোষের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধের।

    অভিযুক্ত প্রদীপ রায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখেন তিনি। স্বামী খুনে অভিযুক্ত ছেলের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রদীপের মা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)