যোগীরাজ্যের ছায়া তেলেঙ্গানায়, পুলিশের গুলিতে নিকেশ দুষ্কৃতী, দেশে এনকাউন্টার বাড়ছে?
প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার যোগীরাজ্যের ছায়া দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায়। সেখানে পুলিশ খুনে অভিযুক্ত দুষ্কৃতীর মৃত্যু হল এনকাউন্টারে। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, সরকারি হাসপাতালে কনস্টেবলের বন্দুক ছিনতাই করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রাউডি-শিটার রিয়াজ। এরপরই পালটা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর যোগীর পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। চলতি বছরে এমন একাধিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এখন দেশেই এনকাউন্টার বাড়ছে?
ডিজিপি শিবাদার রেড্ডি জানিয়েছেন, হাসপাতাল একটি ঘরের সামনে এক পুলিশকর্মীর থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। এমনকী ওই বন্দুক দিয়ে গুলি চালাতেও সক্ষম হয় সে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হতে পারত। আমজনতাকে বাঁচাতেই পালটা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হয় দুষ্কৃতী। পরে তার মৃত্যু হয়। উল্লেখ্য, কনস্টেবল প্রমোদ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত এই রিয়াজ। তাকে থানায় নিয়ে আসার সময় প্রমোদকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল রিয়াজ। এরপর বেশ কিছুদিন সরমপুর গ্রামে লুকিয়েছিল রিয়াজ। যদিও এদিন এনকাউন্টারে প্রাণ গেল দুষ্কৃতীর। পুলিশ জানিয়েছে, সোনার চেন ছিনতাই, গাড়ি চুরি-সহ রিয়াজের বিরুদ্ধে ৩০টি ফৌজদারি মামলা রয়েছে। কমপক্ষে ১০-১১ বার জেলবন্দি ছিল সে। মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।
প্রসঙ্গত, ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল। গত ৯ মাস ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় এক ‘ধর্ষকে’র। সোমবার মিরাটের সারুরপুর জঙ্গল এলাকায় চলে পুলিশের এই অভিযান। শাহজাদ নামে ওই অভিযুক্তের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।