• রাতের অন্ধকারে আচমকাই দেওরের গোপনাঙ্গে ছুরির কোপ বউদির! চাঞ্চল্য উত্তরপ্রদেশে
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও সম্পর্ক ভেঙেছে। সেই রাগে দেওরের গোপনাঙ্গ কুপিয়ে দিলেন বউদি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ঘটনার পর অভিযুক্ত বউদি পালিয়ে যান। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দেওর।

    জানা গিয়েছে, আহত দেওরের নাম উমেশ আসারে। গত বৃহস্পতিবার রাতে ২০ বছর বয়সি উমেশকে গুরুতর আহত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করে উমেশের পরিবার। তবে সেসময়ে জানা যায়নি, কে উমেশকে আঘাত করেছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

    তখনই সন্দেহের আওতায় ঢুকে পড়েন উমেশের বউদি মঞ্জু। উমেশের দাদা উদয়ের সঙ্গে মঞ্জুর বিয়ে হয়েছে। তারপর থেকেই উমেশের সঙ্গে মঞ্জুর বোনের প্রেম হয়। সম্পর্ক এতটাই গভীর হয় যে দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু এই বিয়েতে পরিবারের সম্মতি ছিল না। ফলে মঞ্জুর বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে উমেশ অন্য সম্পর্কের দিকে মন দেন। এই ঘটনায় ভেঙে পড়েন মঞ্জুর বোন। দেওরের এই আচরণ মেনে নিতে পারেননি মঞ্জুও। ক্রমেই দেওরের উপর তাঁর রাগ বাড়তে থাকে।

    জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ার পর রান্নাঘরে ঢুকে ছুরি নেন মঞ্জু। তারপর উমেশের ঘরে ঢুকে তাঁর গোপনাঙ্গে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। উমেশের চিৎকার শুনে যতক্ষণে বাড়ির সকলে ছুটে আসেন, ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন মঞ্জু। প্রায় দেড় ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর বিপন্মুক্ত হন উমেশ। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত আট মাস সময় লাগবে উমেশের সুস্থ হতে। অন্যদিকে, বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন মঞ্জুও।
  • Link to this news (প্রতিদিন)