• ফের যান্ত্রিক ত্রুটি! উড়তেই পারল না ডিব্রুগড়গামী এয়ার ইন্ডিয়ার বিমান
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বিমান বিভ্রাট! এবার যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না ডিব্রুগড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। তবে উড়ানটি বাতিল করা না হলেও, তা নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। উড়ানটিতে কত জন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। 

    সোমবার বেলা ১২টা ২০ মিনিট নাগাদ বিমানটি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের ঠিক আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। জানা যায়, উড়ানটির একটি ডানায় কিছু গোলযোগ দেখা দিয়েছিল। তারপরই নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে সেই সময়ের জন্য বাতিল করা হয়। নামিয়ে দেওয়া হয় সমস্ত ক্রু এবং যাত্রীদের। এরপর সেটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উড়ানটিতে কত জন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। 

    বিমান সংস্থার এক আধিকারিক বলেন, “উড়ানের ঠিক আগে আইএক্স-১১৮৬ বিমানটির একটি ডানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে পাইলট বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর ইঞ্জিনিয়াররা পুঙ্খানুপুঙ্খভাবে বিমানটির পরীক্ষা করে সমস্যাটির সমাধান করেন। অবশেষে সন্ধ্যা ৬টা ২০মিনিট নাগাদ উড়ানটি ডিব্রুগড়ের উদ্দেশে রওনা দেয়।”
  • Link to this news (প্রতিদিন)