• ৮ দিনের জীবনযুদ্ধ শেষ, বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু এক যাত্রীর
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: বর্ধমান রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। মৃত ওই যাত্রীর নাম অপর্ণা মণ্ডল (৫০)। গুরুতর আহত অবস্থায় গত প্রায় আটদিন ধরে বর্ধমান মেডিক্যাল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। আজ সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃত অপর্ণাদেবীর বাড়ি হুগলির চুঁচুড়া থানার ২ নং হরিসভা এলাকায়। মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া।

    জানা যায়, গত ১২ই অক্টোবর বর্ধমান রেল স্টেশনে ট্রেন ধরাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়েছিল। ওই ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন একসঙ্গে বহু যাত্রী। স্টেশনের সংকীর্ণ সিঁড়িতে ক্রমশ ভিড় বাড়তে থাকে। একটা সময় পরিস্থিতি একেবারে আয়ত্তের বাইরে চলে যায়। সিঁড়িতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় আহত অবস্থায় আটজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

    ইতিমধ্যে সাতজনকে ছেড়ে দিলেও মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন অপর্ণাদেবী। জানা যায়, ঘটনার দিন বর্ধমানে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার সময় বর্ধমান স্টেশনে হুড়োহুড়ির মধ্যে পড়ে যান অপর্ণাদেবী। ক্রমশ তাঁর অবস্থার অবনতি ঘটছিল। আইসিইউতে রেখেই তাঁর সবরকম চিকিৎসা করছিলেন চিকিৎসকরা। কিন্তু আজ সোমবার সকালে মৃত্যু হয় বছর ৫০ এর অপর্ণা মণ্ডলের।
  • Link to this news (প্রতিদিন)