মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: দীপাবলির সন্ধ্যায় হাওড়ার উলুবেড়িয়ায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তিনঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে এলেও পুড়ে ছাই তিনটি দোকান। যদিও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার জয়পুরের খালনা বাজারের কাছে হরিসভা চত্বরে একটি দোতলা আবাসন রয়েছে। তার নিচের তলায় ছিল বেশ কয়েকটি দোকান। একটি দোকান ছিল ইলেকট্রিক্সের, একটি মুদিখানার। এছাড়া তার পাশে ছিল মোবাইলের দোকান। উলটো দিকেই একটি ওষুধের দোকান। হঠাৎই কোনওভাবে একটি দোকানে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান শিখা। মুদিখানা ও বৈদ্যুতিন সরঞ্জামের দোকান চোখের নিমেষে ভষ্মীভূত হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, মুদিখানার দোকানের আড়ালে অবৈধভাবে পেট্রোল-ডিজেল বিক্রি চলত। সেই কারণেই এদিন নিমেষে ভয়ংকর আকার নেই আগুন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে জয়পুর থানায় পুলিশ। জানা গিয়েছে, দীপাবলি উপলক্ষে মোমবাতি বা প্রদীপ জ্বলছিল। তাই কোনওভাবে তা থেকেই আগুন নাকি শট সার্কিট, তা এখনও স্পষ্ট নয়। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিভেছে, এবার জানা যাবে অগ্নিকাণ্ডের কারণ।