• সুদৃশ্য কার্যালয়, এসি ঘর-কিছুই থাকবে না, বিজেপি কর্মীদের এসআইআর-হুঁশিয়ারি শমীকের
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) যথাযথভাবে সম্পন্ন করার ব্যাপারে কোনও গাফিলতি করা চলবে না। এ ব্যাপারে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার জন‌্য বার্তা দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    সূত্রের খবর, দলের অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে শমীক নেতাদের বার্তা দিয়েছেন, গাফিলতির জেরে এসআইআর রূপায়ণে রাজনৈতিক দল হিসাবে বিজেপির ভূমিকায় ঘাটতি থেকে গেলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে দলের নেতা-কর্মীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। জেলায় জেলায় দলের যেসব সুদৃশ্য কার্যালয় গড়ে উঠেছে, সব তৃণমূল দখল করে নেবে। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসা আর হবে না। এমনকী, ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করার লোকও খুঁজে পাওয়া যাবে না! এসআইআরের পক্ষে সওয়াল করে মাঠে নেমেছে বিজেপি। এসআইআরের বিরোধিতা করলে গুলি খেতে হবে বলেও হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। যা নিয়ে চলছে বিতর্কও।

    এই প্রেক্ষাপটেই শমীকের কথায় এমন হুঁশিয়ারি-বার্তা। এসআইআর নিয়ে তিনি আরও বলেছেন, যাঁরা বিএলএ প্রশিক্ষণ তথা এসআইআর রূপায়ণের দায়িত্বে রয়েছেন, তাঁরা যদি মনে করেন, যে আর পাঁচটা কাজের মতো এই কাজটাও ‘করতে হয়, তাই করছেন’, তা হলে ভুল করছেন। এসআইআর প্রক্রিয়া ‘সফল’ করতে জেলায় জেলায় ঘুরে বিজেপির রাজ্য নেতারা বুথস্তরীয় এজেন্টদের (বিএলএ-২) প্রশিক্ষণ দিচ্ছেন। কিন্তু খবর, সেখানে অনেকেই বিএলএ-২ এর কাজ করতে চাইছে না। বুথস্তরে সেভাবে কর্মীই পাচ্ছে না বিজেপি। তাই দলীয় বৈঠকে রাজ‌্য সভাপতির এমন বক্তব্য, এমনটাই মনে করা হচ্ছে। অন‌্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, সাংগঠনিক বা রাজনৈতিকভাবে শাসক তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে পারছে না প্রধান বিরোধী দল। তাই এসআইআরের পক্ষে নেতা-কর্মীদের মাঠে নামিয়ে পাল্টা উত্তেজনা ও চাপ তৈরির চেষ্টা করছে গেরুয়া শিবির।
  • Link to this news (প্রতিদিন)