বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু উত্তরপাড়ার বাসিন্দার, গত সাত দিন ধরে চিকিৎসা চলছিল মহিলার
আনন্দবাজার | ২০ অক্টোবর ২০২৫
বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার এক সপ্তাহ পর মৃত্যু হল জখম এক রেলযাত্রীর। মৃতার নাম অপর্ণা মণ্ডল। বয়স ৫০ বছর। বাড়ি হুগলির উত্তরপাড়ার বাকলা এলাকায়। গত ১২ অক্টোবর দুর্ঘটনার পর থেকে তিনি বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন।
গত ১২ অক্টোবর, রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মের ফুটব্রিজ়ে ওঠার সিঁড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরার হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যান অনেকে। ভিড়ের চাপে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন। কমপক্ষে ৮ জন পদপিষ্ট হন। তাঁদের মধ্যে ছিলেন প্রৌঢ়া অপর্ণাও।
পরিবার সূত্রে খবর, দুর্ঘটনার সন্ধ্যায় গুরুতর জখম হয়েছিলেন অপর্ণা। বর্ধমান মেডিক্যাল কলেজের আইসিইউ-তে ভর্তি করানো হয়েছিল তাঁকে। সোমবার সকাল ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তবে ওই দুর্ঘটনায় আহত আর কেউ হাসপাতালে নেই। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃতার জামাই সুভাষ মণ্ডল বলেন, ‘‘বর্ধমান শহরের নীলপুরে এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন উনি। উত্তরপাড়া ফেরার জন্য বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে সিঁড়িতে পদপিষ্ট হন।’’
যাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছিল রেল। ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি ছিল বলেও স্বীকার করে নিয়েছে তারা। রেলের যুক্তি, পুরনো এই স্টেশনটিতে বেশি যাত্রীর যাতায়াতের ব্যবস্থা তৈরি হয়নি এখনও। অন্য দিকে, প্রত্যহ কমবেশি ১৬৭টি ট্রেন চলাচল করে এই পথে। ১২ তারিখের ঘটনার পরে ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম বহরে আরও বাড়বে বলে ঘোষণা করা হয়েছে। ৬ মাসের মধ্যে ইয়ার্ডও বাড়ানো হবে।