নাসিকে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা অস্বীকার রেলের
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: উৎসবের মরশুমে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু। মুম্বই থেকে বিহারের রক্সৌলগামী কর্মভূমি এক্সপ্রেসে এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। যদিও রেল এই দুর্ঘটনার খবর খারিজ করে দিয়েছে। মধ্য রেলের দাবি, নাসিকের দুর্ঘটনায় হতাহতরা আদতে ট্রেনের যাত্রী নয়। রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত আরও একজন।
ওই তিনজন গুজরাতের দাহুদের বাসিন্দা। মহারাষ্ট্রের মালেগাঁওয়ে শ্রমিক হিসেবে কাজ করতেন তাঁরা। দুর্ঘটনায় দুই সঙ্গীর মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জিমল শ্যামজি নামে এক শ্রমিক। গুরুতর আহত জিমলকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। জ্ঞান ফিরতেই জিমলের সঙ্গে কথা বলেন রেলের আধিকারিকরা। রেলের দাবি, জিমল ও তাঁর সঙ্গীরা সিরডি দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে মদ্যপ অবস্থায় ফিরছিলেন তাঁরা। রেল লাইন পার করবার সময় হঠাৎ করেই দুটি লাইনে একসঙ্গে ট্রেন চলে আসে। যার জেরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।