জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সিঙ্গাপুরে গেল অসম পুলিশ
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
গুয়াহাটি: গায়ক জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সোমবার সিঙ্গাপুরে পৌঁছালেন অসম পুলিশের দুই পদস্থ আধিকারিক। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে রহস্যমৃত্যু হয় জুবিনের। সেই ঘটনার তদন্ত করছে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। নয় সদস্য বিশিষ্ট সিটের প্রধান অসম সিআইডির স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা ও টিটাবর জেলার সহকারী পুলিশ সুপার তরুণ গোয়েল সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ না করলেও সূত্র মারফত জানা গিয়েছে, ‘জুবিনের মৃত্যুর স্থানটি তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যাবেন আধিকারিকরা। পাশাপাশি সিঙ্গাপুর পুলিশের সঙ্গেও কথা বলবেন তাঁরা।’