মহারাষ্ট্রে ৯৬ লক্ষ ভুয়ো ভোটার! বিস্ফোরক অভিযোগ রাজ থ্যাকারের
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
মুম্বই: বিধানসভা নির্বাচনের পর ফের ভুয়ো ভোটার বিতর্ক মহারাষ্ট্র। এবার পুরসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তুললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ থ্যাকারে। তাঁর দাবি, অন্তত ৯৬ লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায় জুড়ে দেওয়া হয়েছে। ভুয়ো ভোটারদের নাম বাদ না দেওয়া পর্যন্ত বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) সহ মহারাষ্ট্রে যে কোনও ভোট স্থগিত রাখতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন রাজ। পুর নির্বাচন উপলক্ষ্যে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এমএনএস প্রধান। সেখানে তিনি বলেন, ‘বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি, ৯৬ লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। এটা সারা দেশ ও মহারাষ্ট্রের ভোটারদের প্রতি অপমান।’
ভুয়ো ভোটার খুঁজতে দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গণনার পরামর্শ দেন রাজ। তিনি বলেন, ‘কমিশনের কাছে আমাদের দাবি, ভুয়ো ভোটারদের বাদ না দেওয়া পর্যন্ত কোনও নির্বাচন আয়োজন করা যাবে না।’
রাজের দাবিকে সমর্থন জানিয়েছেন শিবসেনা (উদ্ধবপন্থী) নেতা সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, বিরোধী দলগুলি ভুয়ো ভোটার বিতর্কে প্রতিবাদ কর্মসূচিতে নামবে। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে রাউত বলেন, ‘আমরা কোনওদিন বলিনি, বিএমসি নির্বাচনে লড়াই করব না। আমাদের দাবি, আগে ভোটার তালিকা সংশোধন করতে হবে।’ রাজ থ্যাকারের দাবি, ৯৬ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। প্রতিবাদে আগামী ১ নভেম্বর সব বিরোধী দল লং মার্চে অংশ নেবে। তিনি আরও জানান, উদ্ধব ও রাজ থ্যাকারে, শারদ পাওয়ারের মতো বিরোধী দলনেতারা কমিশনের সঙ্গে দেখা করে নতুন ভোটার তালিকা প্রকাশের দাবি জানাবেন।