• দেশের বহু সরকারি স্কুলে এখনও পৌঁছোয়নি বিদ্যুৎ! শিক্ষামন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্য
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলি উপলক্ষ্যে দেশজুড়ে আলোর রোশনাই। আর সেই সময়েই অন্ধকারে ডুবে রয়েছে দেশের প্রায় সবক’টি রাজ্যের অসংখ্য সরকারি এবং সরকার পোষিত স্কুল। রিপোর্ট বলছে, গুটিকয়েক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়া দেশের আর কোথাও ১০০ শতাংশ সরকারি স্কুলে বিদ্যুৎ সংযোগ নেই। শুধুমাত্র সরকারি বিদ্যালয়ই নয়, কার্যত একই পরিস্থিতি সরকার পোষিত বা সরকারি পৃষ্ঠপোষকতায় চলা স্কুলগুলিতেও। কোথাও ৮৯ শতাংশ, কোথাও ৯২ শতাংশ, কোথাও আবার ৯৫ শতাংশ বিদ্যালয়ে রয়েছে বিদ্যুৎ সংযোগ। এই ইস্যুতে শিক্ষামন্ত্রকের সাম্প্রতিক একটি রিপোর্টে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। শিক্ষা বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, স্বাধীনতার সাত দশক পরেও কেন সবক’টি স্কুলে বিদ্যুৎ সংযোগই পৌঁছে দেওয়া যায়নি? 

    পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা একটি ন্যূনতম পরিকাঠামো হিসেবে পরিগণিত হয়। তাহলে ১০০ শতাংশ সরকারি এবং সরকার পোষিত স্কুলে কেন সেই ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থা এখনও করা সম্ভব হয়নি? এই প্রশ্নকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি ২০২৪-২৫ আর্থিক বছরের ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসে’র (ইউডিআইএসই প্লাস) রিপোর্ট প্রকাশ করেছে শিক্ষামন্ত্রক। সেই রিপোর্টেই দেশের বিভিন্ন রাজ্যে সরকারি স্কুল এবং সরকার পোষিত বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থাকা ও না থাকার ছবি সামনে এসেছে। দেখা যাচ্ছে, গোটা দেশের ৯৪.৫ শতাংশ সরকারি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ আছে। অর্থাৎ, এখনও পর্যন্ত দেশের সাড়ে পাঁচ শতাংশ সরকারি স্কুলে বিদ্যুৎ নেই। গোটা দেশের ৮.৩ শতাংশ সরকারি পৃষ্ঠপোষকতায় চলা স্কুলের ছাত্রছাত্রীরা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। সরকারি, সরকার পোষিত, বেসরকারি এবং অন্যান্য—এই সবক’টি ক্যাটিগরি মিলিয়ে গোটা দেশে যত স্কুল আছে, তার ৯৩.৬ শতাংশ বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে। অর্থাৎ, সামগ্রিকভাবে দেশের প্রায় সাড়ে ছয় শতাংশ স্কুলে বিদ্যুৎ পরিষেবা নেই। 

    স্বাভাবিকভাবেই এহেন পরিসংখ্যানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষামন্ত্রকের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, বিজেপিশাসিত রাজ্য ত্রিপুরায় এখনও ১৬ শতাংশেরও বেশি সরকারি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের বন্দোবস্ত করে ওঠা যায়নি। ওড়িশায় এখনও তিন শতাংশ সরকারি পৃষ্ঠপোষকতায় চলা স্কুল বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। ভোটমুখী রাজ্য বিহারের প্রায় নয় শতাংশ সরকার পোষিত স্কুলে বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি। ওই রাজ্যের ২.২ শতাংশ সরকারি স্কুলের পড়ুয়ারাও বিদ্যুৎ পরিষেবা পায় না। পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে ৯৮ শতাংশ স্কুলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে সরকারি সূত্রের ব্যাখ্যা, যেসব স্কুলে স্থায়ী বিদ্যুৎ সংযোগ নেই, তেমন বহু স্কুলে পঠন-পাঠন চলাকালীন সাময়িকভাবে সেই পরিষেবা দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)