• দেওরের গোপনাঙ্গ কাটলেন বউদি
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • প্রয়াগরাজ: বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও রাখেনি দেওর। প্রতিশোধ নিতে দেওরের গোপনাঙ্গ কেটে নিলেন বউদি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, বউদির বোনের সঙ্গে বছর কুড়ির উমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি উমেশ প্রেমিকাকে বিয়ে করবেন না বলে বেঁকে বসেন। বোনের সঙ্গে এহেন আচরণ মোটেও মেনে নিতে পারেননি মঞ্জু। গত ১৬ অক্টোবর উমেশ তাঁর ঘরে ঘুমিয়েছিলেন। সেই সুযোগে ছুরি দিয়ে ওই যুবকের গোপনাঙ্গ কেটে নেন বউদি। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)