স্বামীকে ত্যাজ্য করলেও শ্বশুরবাড়িতে অধিকার থাকবে বধূর: দিল্লি হাইকোর্ট
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: বিয়ের পর কোনও মহিলা স্বামী বা শ্বশুরের বাড়িতে থাকতে শুরু করেন। আর এটাই তাঁর ‘যৌথ পরিবার’। পরবর্তী সময়ে শ্বশুর-শাশুড়ি তাঁদের ছেলেকে ত্যাজ্য করলেও শ্বশুরবাড়িতে থাকার অধিকার রয়েছে পুত্রবধূর। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। এই মামলায় মহিলার শাশুড়ি ও প্রয়াত শ্বশুরের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। গত ১৬ অক্টোবরের রায়ে বিচারপতি সঞ্জীব নারুলা সাফ জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই মহিলাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না।
মামলা এক দশকেরও বেশি পুরানো। ২০১০ সালে পিটিশনকারীদের ছেলের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। তারপর শ্বশুরবাড়িতে ঘরসংসার শুরু করেন তিনি। কিন্তু এক বছরের সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক বিষিয়ে ওঠে। ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন দুই পিটিশনকারী। একে অপরের বিরুদ্ধে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা মামলা দায়ের করে দুই পক্ষ। পিটিশনকারীদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, যে বাড়ি নিয়ে বিতর্ক, তা মহিলার শ্বশুর প্রয়াত দলজিৎ সিং কিনেছিলেন। তাই গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইনের আওতায় ওই বাড়িকে যৌথ পরিবার বলা যায় না। ওই বাড়িতে বর্তমানে দোতলায় থাকেন শ্বাশুড়ি। আর পুত্রবধূ একতলায়। আদালত বলেছে, এই ব্যবস্থা দুই পক্ষেরই ক্ষেত্রেই অনুকূল। এতে কারও স্বার্থই লঙ্ঘিত হচ্ছে না।