জলজীবন মিশনে দুর্নীতি নিয়ে কী ব্যবস্থা, রাজ্যগুলির কাছে জানতে চাইল কেন্দ্র
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: জলজীবন মিশনে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। এবার কেন্দ্রের পক্ষ থেকে দুর্নীতিতে অভিযুক্ত ঠিকাদার এবং থার্ড পার্টি নজরদারি সংস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিপার্টমেন্ট অব ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (ডিডিডব্লুএস) রয়েছে জলজীবন মিশনের দায়িত্বে। সূত্রের খবর, ডিডিডব্লুএসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিবদের কাছে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। সোমবার এক আধিকারিক বলেন, যে সমস্ত বরাতকারী সংস্থা এবং থার্ড পার্টি নজরদারি সংস্থার বিরুদ্ধে জরিমানা করা হয়েছে,তাদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এছাড়া কালো তালিকাভুক্ত বা অনিয়মের অভিযোগে অর্থ ফেরানোর নির্দেশিকা জারি করা হয়েছে, এমন সংস্থা সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুধুই রিপোর্টই চাওয়া হয়নি। পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টসের (পিএইচইডি) দোষী আধিকারিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে। যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে, সেগুলি সম্পর্কে একপাতা সারাংশ জমা দিতে হবে রাজ্যগুলিকে। এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রের আধিকারিকরা। এরপরেই বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যগুলির কাছে রিপোর্ট চাওয়ার সিদ্ধান্ত হয়।